Simple way to Link Pan to Aadhar – প্যান কার্ড ও আধার লিংক করুন।খুব সহজে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করুন।

খুব সহজে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করুন।আমাদের দেওয়া এই স্টেপগুলি ফলো করুন এবং খুব সহজে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করান। সবার প্রথমে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। (Incometax.gov.in) অফিসিয়াল ওয়েবসাইটে আপনি মেনু বার এ একটি অপশন দেখতে পাবেন ” লিংক আধার” নামে সেখানে ক্লিক করবেন

পরবর্তীতে আপনি আপনার প্যান কার্ডের নাম্বার এবং আধার নাম্বার দিয়ে সাবমিট করবেন।

পরবর্তীতে যদি আপনার প্যান কার্ড আধারের সঙ্গে যুক্ত থাকে তবে লিংকড লেখা শো হবে।যদি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা না থাকে তবে সেখানে লিঙ্ক করার অপশন দেওয়া থাকবে সেখানে ক্লিক করবেন। Click করার সাথে সাথে আপনার সামনে একটি ফ্রম ওপেন হবে সেখানে যে সমস্ত তথ্য যা হয়েছে সেগুলি সঠিকভাবে দিয়ে দেবেন।

সমস্ত তথ্য দেওয়ার পরে আপনাকে একটি চার্জ পেমেন্ট করতে হবে। সমস্ত স্টেপ ফলো করার পরবর্তীতে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে।

1 thought on “Simple way to Link Pan to Aadhar – প্যান কার্ড ও আধার লিংক করুন।খুব সহজে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করুন।”

Leave a Comment