প‍্যান কার্ড আপডেট মেসেজ বা PAN AADHAAR Link, PAN Card Update Message পেয়েছেন? সাবধান! আপডেট করতে গিয়ে খালি হচ্ছে অ্যাকাউন্টের টাকা।

যুগ বদলেছে, প্রযুক্তি এগোচ্ছে, ইন্টারনেটের কল্যাণে সারা বিশ্ব আজকে হাতের মুঠোয়। স্মার্ট ফোন দিয়ে জীবনের দৈনন্দিন সমস্ত জরুরী কাজ সম্পন্ন করে ফেলা যায়। আর সেই সুযোগকেই ব্যবহার করছে জালিয়াতরা।

একের পর এক প্রতারণা, জালিয়াতির মধ্যে দিয়ে মানুষের পকেট ফাঁকা করে সর্বস্বান্ত করে দিচ্ছে।

" SMS সঙ্গে সংযুক্ত লিংকে ক্লিক করে কেওয়াইসি বা PAN Card Update প্যান কার্ড তথ্য আপডেট না করলে একাউন্ট রিকভার করা সম্ভব নয় "

আর এই মেসেজ পেয়েই আতঙ্কিত হয়ে কিছু না ভেবে তাড়াতাড়ি ওই লিংকে ক্লিক করে দিচ্ছেন মানুষেরা। যার ফলে তার ব্যক্তিগত এবং ব্যাংক একাউন্টের সমস্ত তথ্য হ্যাকাররা লুঠ করে নিচ্ছে।

কোনো অপরিচিত নম্বর থেকে মেসেজ বা কল এলে নিজেদের ব্যক্তিগত তথ্য, ওটিপি, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর শেয়ার করবেন না।

UPI, Internet Banking App এবং মোবাইলে সর্বদা শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে রাখুন।

ব্যাংকের নাম করে কোনো এসএমএস আসলে প্রয়োজনে ব্যাংকের ম্যানেজার সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হন।

অনলাইন ব্যাংকিং অ্যাপ ডিভাইসে থাকলে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সিকিউরিটি ফিচার এনাবেল করুন।

এটা করলে App এক্সেস করার সময় প্রতিবার আপনাকে পাসওয়ার্ড এবং OTP Enter করতে হবে। আপনি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বিকল্প নির্বাচন করতে পারেন।