Primary Teacher Recruitment

শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তির বিষয়ে আলোচনা করব যেখানে চাকরি পেতে হলে প্রাইমারী শিক্ষক চাকরিপ্রার্থীদের কোনো রকম TET পরীক্ষা দিতে হবে না।

শূন্যপদ  :- কেন্দ্রীয় সরকার অধীনস্থ পশ্চিমবঙ্গে গড়ে ওঠা  Kendriya vidyalaya তে জেলা ভিত্তিক শূন্যপদে বেশ কিছু সংখ্যক টিচিং ও নন টিচিং স্টাফ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা :- Physiology তে BA/B.Sc পাস, General Nursing and Midwifery,

বয়সসীমা :- চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১৮-৬৫ বছরের মধ্যে।

আবেদন :-  অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে নিতে হবে।

নোটিফিকেশনের ৬-৭ নং পৃষ্ঠায় বায়োডাটার আকারে একটি অ্যাপ্লিকেশান ফরম্যাট দেখতে পাবেন সাদা A4 সাইজ পেপারে এর একটি প্রিন্ট আউট বের করে নিন।

এরপর সেখানে নির্দিষ্ট স্থানে প্রয়োজন মতো তথ্য দিয়ে এবং ফটো লাগানোর জন্য যে জায়গা দেওয়া হয়েছে সেখানে এক কপি পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচারের জন্য দেওয়া জায়গায় একটি সিগনেচার করে ফর্মটিকে ফিলাপ করে নিজেদের কাছে রেখে দিতে হবে ইন্টারভিউয়ের দিন এটি সঙ্গে করে নিয়ে যেতে হবে।

 ডকুমেন্টস :- অ্যাডমিট কার্ড, আধার কার্ড, মার্কসীট, কাস্ট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট , ফটো, বায়োডাটা